৭টি কৌশলে কথা বলুন সবাই আপনাকে পছন্দ করবে
কথা বলার সময় হাসি খুশি ভাব দেখানঃ
আমরা অনেক সময় বন্ধু, বান্ধব,প্রতিবেশী এবং নিজের মানুষের সঙ্গে কথা বলি,
অনেক আলাপ আলোচনা করে থাকি।আমরা অনেকেই জানি না কথা বলার সময় কীভাবে কথা বলতে হয়।
আপনি কথা বলার সময় বিরক্ত ভাব ভঙ্গি দেখালে পরবর্তী সময় আপনার বন্ধু বান্ধব রুচি
সম্মত ভাবে আপনার সঙ্গে কথা বার্তা বলবে না। এজন্য কথা বলার সময় অবশ্যই তাদের
সাথে হাসি খুশি ভাবে কথা বলতে হবে।
তার কথা গুলো শুনুন এবং বুঝে উত্তর দিনঃ
কথা বলার সময় অবশ্যই দ্বিতীয় ব্যক্তির কথা গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন কোন
ব্যক্তি আপনার সাথে কথা বলার সময় আপনাকে অবশ্যই তার কথা গুলো মনোযোগ সহকারে
শুনবেন। সেই ব্যক্তির কথা বলার সময় নিজে সম্পর্কে কোন কথা বলবেন না কারণ তার কথা
বলার সময় যদি আপনি তার কথার গুরুত্ব না দিয়ে নিজের সম্পর্কে কথা বলতে থাকেন এতে
করে আপনার সাথে সেই ব্যক্তির কথা বলার আগ্রহ কমে যাবে। একজন্য মনোযোগ সহকারে
শুনবেন তারপর উত্তর দিবেন
দিবস উৎসবের নাম | আরবি তারিখ | বার | ইংরেজি তারিখ |
---|---|---|---|
ইসরা মিরাজ | ২৭ রজব ১৪৪৫ | বৃহস্পতিবার | ০৮ ফেরুয়ারি ২০২৪ |
নিসফু শাবান | ১৫ শাবান ১৪৪৫ | রবিবার | ২৫ ফেরুয়ারি ২০২৪ |
প্রথম রমজান | ০১ রমজান ১৪৪৫ | সোমবার | ১১ মার্চ ২০২৪ |
ঈদুল ফিতর | ০১ শাওয়াল ১৪৪৫ | বুধবার | ১০ এপ্রিল ২০২৪ |
ঈদুল আযহা | ১০ জিল হিজ্জাহ ১৪৪৫ | রবিবার | ১৬ জুন ২০২৪ |
ইসলামিক আরবি নববর্ষ | ০১ মহররম ১৪৪৬ | রবিবার | ০৭ জুলাই ২০২৪ |
ঈদে মিলাদুন নবী | ১২ রবিউল আউয়াল | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ |
তাকে ভালো কাজে উৎসাহ করুনঃ
কোন ব্যক্তির সাথে কথা বলার সময় হতে পারে সেটা আপনার বন্ধু,
বান্ধব,আত্নীয়সজন,পাড়া প্রতিবেশী তাদের সাথে কথা বলার সময় অবশ্যই ভালো কাজে উৎসাহ
করতে হবে। ভালো কাজে উপদেশ দিতে হবে। এতে করে তাদের সঙ্গে আপনার বিশ্বাস্ত, ভরসা
বেড়ে যাবে।
তার প্রশংসা করন তবে অতিরিক্ত নয়ঃ
কথা বলার সময় অবশ্যই তার প্রসংশা করতে হবে তবে অতিরিক্ত কোন প্রসংশা করা যাবে না।
যে যতটুকু প্রসংশা পাবার যোগ্য তাকে ঠিক ততোটাই প্রশংসা করা উচিত।
এক্সপেনসিভ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভউ করা হয় ।
comment url